শিরোনামঃ প্রিয় কিংবা প্রতিবেশী
কবি: রনী খাতুন
তারিখঃ ০৫/০৪/২০২৫
কিছু কথা কিছু মুখ
যায় না'কো ভোলা,
বারে বারে ভেসে ওঠে
দিয়ে যায় দোলা।
হোক না সে প্রিয়জন
পাড়া প্রতিবেশী,
অকারণ ঢিল ছুঁড়ে
করে রেষারেষি।
আপনার কাজ ফেলে
উঁকিঝুঁকি করে,
নিজ গৃহ ধুয়েমুছে
টপটপ ঝরে।
কারও দোষ কিঞ্চিৎ
আসে যদি কানে,
গলা ছেড়ে হেলেদুলে
ভাসে সুখ বানে।
নিজেদের পাপাচারে
সাধু সাজে ওরা,
যেন কোনো দরবেশ
নেক কাজে ভরা।
অবশেষে নিয়তি
নিজে এসে তারে,
অপমান ছুঁড়ে মেরে
সুখটুকু কাড়ে।
তবু নেই লজ্জা
গায়ে দিয়ে ঢাকা,
ওৎ পেতে থাকে আর
কিনে সেই চাকা।