শিরোনামঃ পাঠ ও শিক্ষা
লেখক : আমান উদ্দিন
তারিখ : ৪ ঠা নভেম্বর ২০২৪
বই পুস্তক পাঠে জ্ঞান বাড়ে
সত্য বটে রয়,
গুণীজনের সান্নিধ্যে গেলে
জীবন ধন্য হয়।
শিক্ষা গ্রহণে কোন ধরণের
বয়স সীমা নাই,
জ্ঞান অন্বেষণে শিক্ষায় সদা
মনোযোগী হও তাই।
যে কোন বয়সে শিক্ষার্জনে
দিতে নেই বাধা,
যারা এতে বাধা দেয় তারা
মানুষরূপী গাধা।
পৃথিবীতে সব সম্পদের ভাগ
চায় আত্মীয়স্বজন,
শিক্ষার ভাগাভাগি সম্ভবপর
হয় না কখনো।
শিক্ষাহীন আঁধার হয় থাকতে
দুটি চোখ,
সুশিক্ষায় জীবনে বয়ে আনে
শান্তির পরম সুখ।
পার্থিব জীবন গড় সুশিক্ষায়
করে আলোকময়,
জীবন রণে কখনো হবে না
তোমার পরাজয়।
লন্ডন
যুক্তরাজ্য।