শিরোনামঃ নিজেকে লয়ে
কবি: রনী খাতুন
টাঙ্গাইল বাংলাদেশ।
তারিখঃ ১৫/০৫/২০২৫
যখন আমি চক্ষু মেলেছি
এই দুনিয়ার পরে,
কিছুই বুঝিনি তখন আমি
বলবো তা কেমন করে।
ধীরে ধীরে যখন হইলাম বড়ো
চিনিয়া লইলাম মাকে,
বুঝিতে পারিলাম এই জান্নাত
যাকে পাই সর্ব ডাকে।
নিজের পায়ে যখন আমি
হাঁটতে শিখেছি সবে,
হোঁচট খেয়ে উঠেছি দাঁড়িয়ে
বিপদ চিনেছি ভবে।
একদিন যখন পুকুরে নেমে
খেয়েছিলাম জলে ডুবি,
অচেনা পথ কতটা জটিল
বুঝেছিলাম তাহা খুবি।
যেদিন আমি অজানা পথে
একলা দিয়েছিলাম পাড়ি,
সেদিনই আমি চিনেছি মানব
কতটুকু বাড়াবাড়ি।
এখন আমি বুঝেছি সকলি
এই পৃথিবীর পরে,
প্রত্যেকে বাঁচে নিজেকে লয়ে
কেউ নয় কারোর তরে।