শিরোনামঃ নয়া হালচাল
কবি: রনী খাতুন
তারিখঃ ০২/০৬/২০২৫
কান পেতে শোনো ঐ
বাতাসের হাঁক,
চুপিসারে এসে রোজ
রেখে যায় বাঁক।
আকাশের গায়ে সে
বাঁধে খেলা ঘর,
দৈবাৎ তেড়ে এসে
হয়ে যায় পর।
কেড়ে নেয় গরিবের
ছোটো চালা খান,
সাথে আরও গাছপালা
গৃহ পশু প্রাণ।
ধনীদের দ্বারে তার
নেই যাতায়াত,
পাকা বাড়ি দালানে
ভয়ে কুপোকাত।
বাতাসের দম নেই
তবু এই ঢাল,
এই হলো ধরণীর
নয়া হালচাল।