শিরোনামঃ নতুন পাখি
কবি: রনী খাতুন
তারিখঃ ২৭/০৪/২০২৫
নতুন দিনের নতুন পাখি
আসবে নতুন ঘর,
দাদা দাদু নানা নানু
দিচ্ছে সবাই বর।
হাসবে যখন সেই পাখিটা
বসবে চেপে কোল,
দেখে তারে ভরবে পরাণ
ঝরবে খুশির বোল।
আঁধার ঘরে জ্বলবে আলো
খুললে তাহার চোখ,
আপনজনার খুশির ভেলায়
ভাসবে সকল লোক।
খেয়াল নায়ে চড়ে যখন
নাড়বে পাখি হাত,
স্বপ্ন দোলায় ঘুরে তখন
কাটবে মায়ের রাত।
ঠোঁট বাঁকিয়ে নতুন পাখি
ধরবে যখন সুর,
শুনে তাহা বাবার হৃদয়
ছুটবে অচিন পুর।
এমন করেই ছোট্ট পাখি
অনেক বড়ো হবে,
বাবা মায়ের মুখ রাঙিয়ে
চন্দ্র হয়ে রবে।