শিরোনামঃ- তুমি
কলমেঃ- মহসিন আলম মুহিন
তুমিই বসন্ত তুমিই ফাগুন,
তুমিহীনা জ্বলে মনেতে আগুন।।
তুমিই মোর চাঁদ, তুমিই তারা,
তুমিই যে আমার বসুন্ধরা।।
তুমিই হিয়া, তুমিই মোর প্রিয়া,
বেঁচে আছি-তোমারই প্রেম নিয়া।।
তুমিই ছুয়ে দিলে-পাই স্নিগ্ধ পর্শ,
তুমিই দূরে গেলে লাগে না হর্ষ।।
তুমিই কামিনী-তুমিই দামীনি,
তুমিই ভূলোক-তুমিই আসমানী।
তুমিই কদরের-তুমিই আদরের,
তুমিই কায়া, তুমিই ছায়া হৃদয়ের।।
তুমিই ভুলোনা, করো না ছলোনা,
তুমিই ‘তুমি, তুমিই মোর ভাবনা।।
তুমিই বেশ, তুমিই মধুর আবেশ,
তুমিই শুরু, তুমিই মোর শেষ।।