শিরোনামঃ জৈষ্ঠ্য এলো
কলমেঃ রনী খাতুন
জৈষ্ঠ্য এলো সবার ঘরে
এলো মধু মাস,
আম কাঁঠালের মধুর রসে
মিটছে প্রাণের আশ।
ঝিরিঝিরি বইছে বাতাস
পাকা আমের গায়,
লিচুর তোড়া ঝুলছে গাছে
লালচে সবুজ কায়।
নতুন ধানের ছড়াছড়ি
উঠোন ভরা খড়,
আহা কি যে শীতল পরশ
পাচ্ছে নারী নর।
নানা নানু আসছে ছুটে
প্রাণের টানে ঘর,
দুধের হাঁড়ি মিষ্টি ফলে
প্রাণে সুখের ঝড়।
আসবে বাড়ি বোন দুলাভাই
মায়ের হাসি মুখ,
দেখছি তাঁরে যত বেশি
ভরছে সুখে বুক।