শিরোনামঃ জন্মভূমি
কলমেঃ মিলাদ হোসেন
তারিখঃ ০৩/১১/২৪
জন্মভুমির জন্য মোরা
রক্ত দিতে রাজি
এই ভুমির মান রাখতে
ধরি জীবন বাজি।
জন্মভূমি মায়ের মতই
আঁকড়ে ধরে বাঁচি
মুক্ত বায়ূ সেবন করেই
সানন্দে নাচি।
জন্মভূমির নেই তুলনা
এ যে খাঁটি সোনা
এমন মাটির ধূলিকণা
যায় না কভু গোনা।
এই মাটিতে জন্ম নিয়ে
ধন্য হয়েছি
এ মাটির পরশ নিয়েই
বড় হয়েছি।
এ মাটিতে মিশে আছে
প্রাণের স্পন্দন
এ যে আমার পূণ্যভুমি
অটুট বন্ধন।