শিরোনামঃ কালো ছায়া
কলমেঃ রনী খাতুন
তারিখঃ ২৬/০৬/২০২৫
ঘুমে ঘোরে অচেতন
সারাদিন ক্লান্ত,
ভয়ে বুক থরথর
চারদিক শান্ত।
সহসাই ছুঁড়ে ঢিল
ভাঙ্গা টিন চালটায়,
ঘুম ভেঙে ভয়াতুর
কাঙ্গাল ঐ কালটায়।
ফোন হাতে অস্থির
ডাক দেয় পড়শী,
সাড়া নেই তখনও
ঘুমে বাঁধা বড়শী।
চোখ বুঁজে নির্বাক
ডেকে চলে সঙ্গী,
ফোন তুলে হুংকার
এটা কোন্ ভঙ্গি?
সারারাত বসে ঐ
নির্জন কালো ঘর,
নকীবের ডাক শুনে
বুঝে নেয় অতঃপর।
বিপদের কালো ছায়া
বসে যেই বক্ষে,
বিধাতার দয়া ছাড়া
নেই কোনো রক্ষে।