শিরোনামঃ করুন ছবি
কলমে ঃ রনী খাতুন
তারিখ ঃ ২২/০৭/২০২৫
ফুল বাগানে আগুন লেগে
জ্বলে পুড়ে ছাই,
বিভৎস এই করুন ছবি
আর তো কোথাও নাই।
কোটি প্রাণের নীরব ভাষা
বার্তা বহে কিসের?
ধ্বংস খেলা থামছে না যে
মারছে ছোবল বিষের।
থমকে গেছে আকাশ বাতাস
বইছে শ্রাবণ ধারা,
সদ্য ফোঁটা প্রসূন মলয়
স্তব্ধ ঘুমের পাড়া।
কূজন করা গান পাখিরা
বুঝলো না'তো কিছু,
অগ্নি শিখায় দগ্ধ হয়ে
ফিরে গেলো পিছু।
সাক্ষী হয়ে রইলো শুধুই
তপ্ত রবির আলো,
এক নিমিষেই কেমন করে
নামলো আঁধার কালো।