শিরোনামঃ আষাঢ় এলো
কলমে ঃ রনী খাতুন
তারিখঃ ১৫/০৬/২০২৫
আকাশ জুড়ে ধূম্র কালো
মেঘের ঘনঘটা,
জৈষ্ঠ্য শেষে আষাঢ় এলো
দারুণ রূপের ছটা।
কদম কেয়া ফুটছে শাখে
খালে বিলে পানি,
নদীর জোয়ার উঠছে ফুসে
চলছে ডিঙি খানি।
অঝোর ধারায় নামছে বাদল
বিজলি চমক বিনে,
ঘাটে গিয়ে বাবা আনেন
মাছের পোনা কিনে।
সবজি পেঁয়াজ কাঁচা লঙ্কা
মা রেখেছেন কেটে,
পোনা মাছের চচ্চড়িতে
রসুন দেবেন বেটে।
ঘরে বসে মাটির চুলায়
রান্না হলে শেষে,
মায়ের হাতের সেই পোনামাছ
খাচ্ছে সবাই হেসে।
দারুণ সুখে সবাই মিলে
ভেসে গল্প বানে,
ব্যস্ততাহীন সারা দুপুর
গাইছে মধুর তানে।