শিরোনামঃ আমি নন্দ ঘোষের চ্যালা
কবি: রনী খাতুন
তারিখঃ ২৮/০৫/২০২৫
নন্দ ঘোষের চ্যালা আমি
ছন্দ ভালোবাসি,
সবাই আমার মাথার পরে
ফেলে পঁচা বাসি।
বোকা রামের ভাঙা ঘরে
আমার বসবাস,
কেউ বা এসে লাথি মারে
কেউ বা বানায় তাস।
সেয়ান বাবুর উঠোন ঘেঁষে
করি যাতায়াত,
দেখলে বাবু আমার ছবি
মুখটা করে কাত।
অহির বাড়ির পাশেই আমার
পৌনে বিঘা জমি,
সুযোগ পেলেই ভদ্র মশাই
ছেঁটে করে কমি।
যাহার কাছেই গিয়ে আমি
জিরোই খানিক বসে,
নন্দ বাবুর চ্যালা বলে
চড় মারে খুব কষে।
তাইতো আমি চলে যাবো
এই পৃথিবী ফেলে,
ভাসবো সুখে দূর আকাশে
আপন ডানা মেলে।
সেয়ান বাবু অহি মশাই
থাকবে না কেউ হেথা,
ইন্দ্রধনুর মতোই আমি
রং বিলাবো সেথা।