শিরোনামঃ আঁধার ভুবন তুমি
কলমেঃ কাজী সেলিনা মমতাজ শেলী
তারিখঃ ০৩/১১/২০২৪ খ্রিষ্টাব্দ
আঁধার ভুবন তুমি,অমৃত রাত্রির আলোতে উজ্জীবিত,
তুমি শরৎ প্রাতে, দিবসের কোলাহলে কত না জাগ্রত। জীবনের প্রভাতে মনের মালাতে তুমি শরতের কাশফুল, ভুবন জুড়িয়া জগৎ সংসার এ জীবনে হয় কত না ভুল।
আঁধার ভুবন তুমি, রাতের আঁচলে তারাগুলো সাজালে,
তুমি নীরব প্রহরে, নিশির উঠানে বাঁশিতে সুর বাজালে।
তুমি প্রকৃতি সাজালে তবু বহুরূপ দেখা যায় আরশিতে, প্রভাতে ফুল কুড়ালে সে মালা গাঁথলে নিবিড় ওই রাতে।
আঁধার ভুবন তুমি,তুমি সত্যের শপথ তুমি কত মহীয়ান, প্রকৃতি বলছে এ ভুবনে কত গুণীজনের আছে অবদান। মহিমান্বিত জীবনেরও গল্পগুলো হোক শতদলও মধুময়,
স্বর্গ মর্ত্য তুমি পারো সাজাতে, সে জীবন শুধু কথা কয়।
আঁধার ভুবন তুমি, দেখ নিশ্চয়ই এ দুঃখীদের হাহাকার,
তুমি ভূমিদস্যুদের বলো সাবধান, বন্ধ করে দাও দুয়ার।
ভূমিদস্যুদের,প্রকম্পিত হবে তার দুনিয়া তার ওই জগৎ, ভূমিদস্যুদের জীবনও গল্প হতে পারে একদিন অবরোধ।