শিরোণাম : সময় বাঁধা মানেনা
কলমে: রেবা ডাকুয়া মিস্ত্রী
তারিখ : ১৫/০১/২০২৫
সময় যে কখনো বাঁধা মানেনা
চলে আপন গতিতে ,
কারো কথাও যে শুনবে না সে
চলে নিজের মতিতে ।
কাল ভাল যে আজ সে খারাপ
সব সময়েরই খেলা।
তাই সুদিনেই সবার বন্ধু মিলে
করে দুর্দিনে অবহেলা।
ওই সময়ের চাকা ঘুরবে কখন
তাহা কেহ-ই জানে না।
গায়ের জোরে কিবা সাধনা তরে
সময় নিয়ম ভাঙ্গে না।
কেউ কর্মের ফলের ভয় করেনা
ওই ঈশ্বরে নাহি ডরে,
হিংসা, বিদ্বেষ, অহংকার দিয়ে
জীবন খানি গড়ে।
যেদিন বুঝিবে ওই সময়ই বড়ো
সেদিন সময়ই দেবেনা সাথ,
জীবনের শেষ বেলাতে ও সময়
কারো শুনবে না অজুহাত।
জ্ঞানী,গুণী বোঝে সময়ের কদর
তাই তারা হয় জগৎ খ্যাত,
যদি তুমি ও দাও সময়ের মূল্য
রবে সু - সময় অবিরত।