শিরোণাম: শাসন আনে শান্তি
কলমে:রেবা ডাকুয়া মিস্ত্রী
তারিখ:১০/০৭/২০২৫
অনুশাসনেই হয় যে ধর্ম শ্রেষ্ঠ
তেজ,দীপ্ত,সুন্দর ও ধীর,
অভ্যাসেই হয় সৈনিক শ্রেষ্ঠ
কাঙ্খিত দেশে রাজ বীর।
অনুশাসননেই সকল ধর্মের
হয় সৌহার্দ্য পূর্ণ চলা,
বিভেদ বিহীন ধর্মেই হোক
সত্যনিষ্ঠ বলা।
উশৃংখলতার গণ্ডি পেরিয়ে
শাসনই আনে শান্তি,
আচারের বিচার সমাজে আনে
আসল দিব্য কান্তি।
শাসন বিহীন সকল ধর্ম,যেন
রাজ্য বিনা রাজা,
ঝঞ্ঝাটে মরে দেশ ও জাতি
সৎ লোক পায় সাজা।
শাসনের আসন বড়ই কোমল
অতিরিক্ত সবই বৃথা,
কুসংস্কারে হয় মানবতা বিকল
জ্বালে সংস্কারের চিতা।