1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন

শব যাত্রার মিছিলে। রকিবুল ইসলাম। ১৪.০৬.২৫।

  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

শব যাত্রার মিছিলে।
রকিবুল ইসলাম।
১৪.০৬.২৫।

হৃদয় করেছ হরণ,
মেনে নিয়েছি তা।
স্বপ্ন নিয়েছ কেড়ে,
সয়েছি যে তা।
ভেবেছি,করেছ সবটা,
অধিকার পেয়েছ তাই।
হৃদয় মঞ্জিলের সুরক্ষিত নীঁড়ে
যে তোমারে রেখেছি অতীব যতনে,
সেই তোমারে সুধাই-
শোন হৃদয়ের কানে।
মুছতে দিওনা তোমার স্মৃতির
শেষ স্মারককে আমার অন্তর হতে।
অন্তত:এইটুকু না থাকলে যে
মূর্ছা যাব আমি।
সেটাও বোধ করি
এক প্রকার মন্দের ভালো।
শরীরি তোমারে না পেলেও
অশরীরি তোমারে বুকে নিয়েই
পাড়ি জমাব ওপারে না ফেরার দেশে।
দু:খ-সুখের সাথীরা ব্যথার কফিন কাঁধে বয়ে নিয়ে যাবে সমাধিস্থলে।
যারা ছিল জন্ম লগ্নের স্মারক
তারাও হয়ত থাকবে অন্তিম যাত্রার ক্ষণে,
শব যাত্রার সেই মিছিলে!

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট