শত অভিমান
উম্মি হুরায়েরা বিলু
শত অভিমান জমে আছে
আজও হৃদয়ের গহীনে,
শত কথা আজও লুকায়িত
আছে ছোট্ট মনের কোণে।
শত অভিযোগ লেখা আছে ঐ
উড়ো চিঠির খামে,
শত অশ্রু লুকিয়েছি আমি
ঘাম মোছার নামে।
অভিমান গুলো পাহাড় হয়ে
অটল হৃদয়ে আজও,
অভিমান আমি করেছি কিনা
রাখোনি তার খোঁজও।