রূপের কন্যা
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
আলতা রাঙা রূপের কন্যা
নজর কাঁড়া দৃষ্টি,
নূপুর পায়ে চললে কন্যা
মুখে হাসির বৃষ্টি।
চলতি পথে বারেক ফিরে
ঝলক উঠে দেহ,
কালো চুলের বেণীগাঁথন
দৃষ্টির আড়ে কেহ।
দিবা স্বপ্নের আশা জাগায়
রূপবতীর প্রেমে,
দেখার জন্য মনটা সাজে
স্বপ্ন সখার খেমে।
কাজলকালো চোখে দেখি
মনো ভাবনা জাগে,
ফুলের মালা সাজানো হয়
আপন মনো বাগে।
আলতা রাঙা রূপের শোভা
মনোলোভা লাগে,
আঁখি মেললে ফুলের বাগে
পরাণ পাখি ভাগে।