রক্ত ঝড়া বন্ধ করি
রিয়াজুল হক সাগর।
হিংসা বিদ্বেষ ভুলে যাই
নতুন দিগন্ত জুড়ে
সকল আধাঁর কেটে যাবে
আলো আসবে ফিরে।
নতুন করে হোক পৃথিবী
মানবতার চাষ
বদলে যাবে মানব জাতি
গড়বে ইতিহাস।
আসুন তবে একহয়ে যাই
আমরা মানব জাতি
রক্ত ঝড়া বন্ধ করি
হত্যায় যেন না মাতি।