রক্তে লেখা নাম মুছে যায় না কখনও
সৈযদ জাহিদ সরোয়ার
গাবতলা,আটরা,ফুলতলা,খুলনা
17/9/2024
পত্রিকার শিরোনামে আজ অন্য খবর—
"নতুন বাজেট", "নাট্যশিল্পীর বিবাহ", "বিদেশি সফর"—
কিন্তু কোথাও নেই সে নাম,
যে নাম একদিন গর্জে উঠেছিল রাজপথে।
সে শহীদ হয়েছিল দুপুরে—
যখন সূর্য ছিল মাথার ওপরে,
আর তার বুকের ওপর ছিল পত্রিকার পুরোনো কপি,
যাতে তার প্রথম কবিতা ছাপা হয়েছিল।
আজ তার বোন দাঁড়িয়ে আছে প্রেসক্লাবের সামনে,
হাতে একটা ছবি আর গলায় একটা প্রশ্ন,
"আমার ভাইয়ের নাম নেই কেন তোমাদের পাতায়?"
তারা বলে—**"ভুল হয়ে গেছে",
কেউ বলে—" সব সময় জায়গা হয় না",
আর সে বোন চুপ করে মাথা নিচু করে বলে-
"আমার হৃদয়ে তার নাম আজো আগুন হয়ে জ্বলছে,
তোমাদের কাগজে না থাকলে কী আসে যায়?"
পত্রিকা ভুলে যেতে পারে,
কিন্তু যারা রক্ত দেয়,
তাদের নাম লেখা থাকে সময়ের শিরায়।