মানুষ নামে প্রাণী,
কবি ইমরুল কায়েস লালটু,
খুলনা জেলা ফুলতলা।
মানুষ রূপে কতো প্রাণী
গড়ে ইতিহাস কাহিনী।
অন্ধকার তার স্বাদের জীবন,
বাঁচার জন্য করে অভিমানী।
এই প্রাণী কতো বিষাধার
করে অত্যাচার অবিচার।
নির্দয় নিষ্ঠুর মনে তাঁরা
করে যায় বিদ্রুপ অনাচার।
কুকর্মে জীবন তার প্রতিহত
নির্যাতন চালায় অবিরত।
লন্ডভন্ড করে দেশ জুড়ে
দূর্নীতিবাজ করে অবিরত।
সুবিধার পথ সুগম করে
আঘাত হানে অন্তরে।
চাঞ্চল্যকর ঘটনা ঘটায়
দেখি বসে মিডিয়ার খবরে।
ভয়ঙ্কর রূপ ধারণ করে
প্রতিশোধ নেয়ার জন্য।
প্রকাশিত হয় পত্রিকায়
মনে করে নিজে কে ধন্য।
প্রচার হয় তার সভাব চরিত্র
সৃষ্টি করে যতো আলোড়ন।
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে
আন্দোলন নিয়ে আয়োজন।