1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২১ অপরাহ্ন

মনোবীণার সুর, কবি:কারিমা খাঁন দুলারী খুলনা জেলা ফুলতলা।

  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

মনোবীণার সুর,
কবি:কারিমা খাঁন দুলারী
খুলনা জেলা ফুলতলা।

মনোবীণার সুর বাজে যখন, তুমি ডাকো কি আমায়।
অনুভূতি সারা দেয় অধিরে মোর এই হৃদয়।
আকাশ ছোঁয়া ভালোবাসা যেন মোর মনে,
আমি লাজে লাজুক লতা হই সংগোপনে।

মিষ্টি মধুর ভাষা দিয়ে লিখে দেও গান,
হৃদয় মাঝে বাজে বীণা অন্তরে লাগে টান।
দিবানিশি প্রেম কাহিনী চলে অবিরাম অবিরত,
অনুরাগের ছোঁয়া ভালোবাসা হৃদয় ক্ষত বিক্ষত।
নেই কোনো উপমা এই প্রেম কাহিনী নিয়ে,
অবিরাম নির্জনে বসে মাসুল
যায় দিয়ে।

স্মৃতির পাতা ভরা থাকে,যত প্রেম কাহিনী,
সংগোপনে অনুরাগে করে যাই ভালোবাসার অভিমানী।
ছায়ার মত অনন্তকাল থাকবে মোর হৃদয় আকাশে,
উড়বে হিয়া দুলিবে মন তাহাকে ভালোবেসে।
থাকবে তুমি মন মন্দিরে মনোবিজ্ঞান বিভাগ,
স্মৃতি গুলো কাদাবে যখন তখনি হবে তুমি অবাক।

ঐ স্মৃতির কথা গভীর ভাবে ভাববে যখন তুমি,
তোমাতে কত আপন ছিলাম বুঝে নিব এই আমি।
উদাসীন মনে মাতোয়ারা হয়ে দিয়ে ছিলে ভালোবাসা,
ছলনা আর প্রবঞ্চনা ছিল পাইনি তো কোনো দিশা।
আনমনে বসে ভাবি,যত সব ফেলে আসা স্মৃতি,
জীবন টা ভারী অন্ধকার জ্বলবে না আর বাতি।

বুকের অন্তরালে অতল গহ্বরে
হয় রক্ত ক্ষরণ,
যখন আমি নির্জনে একাকি তোমাতে করিয়া যাই স্মরণ।
ভবের বাজারে মন উজার করে দিয়েছ তুমি ঢেলে,
নিমিষেই স্বপ্ন আশা ধ্বংস হল গেল সব রসাতলে।
আকাশের ঐ রঙ ধনুর রঙে রাঙিয়ে দিতাম মন,
বিনিময়ে অর্জিত হইল নতুন এক জীবন।

মনের আড়ালে লুকিয়ে করেছ প্রেম লিলা,
বুঝতে পারনি এর মাঝে কত খানি পাবে জ্বালা।
হৃদয়ের স্পন্দনে ভাঙনের খেলা চলে অভিসারে,
বিষাক্ত তীর মেরে আহত করলে অবুঝ এ অন্তরে।
খেলিছ মন নিয়ে পুতুল খেলা একাধিক নষ্ট প্রাণ,
তাদের ও আছে আশা আকাঙ্ক্ষা সুন্দর জীবন।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট