মনের বিশ্বাস
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
মনের বিশ্বাস শক্তি জোগায়
জীবনের পথ চলতে
বিশ্বাসের ফল সুখের জীবন
সহজ ভাষায় বলতে।
বিশ্বাস বিহীন দুঃখের জীবন
দ্বিধার মাঝে ডুবতে,
অবিশ্বাসের মুখোশ আটকা
সরল জীবন রুখতে।
বিশ্বাস বাড়ায় চলার সুযোগ
হতাশার হয় নড়তে,
তোমার বিশ্বাস ভরসার খাত
আশার বাসা গড়তে।
পিতা মাতার বিশ্বাস সন্তান
আশার রঙিন ফানুস,
ন্যায় নীতিতে সঠিক পথের
মনের মতন মানুষ।
যখন যেমন চড়াই উৎরাই
বিপদ আপদ মাড়ায়,
কষ্টের পাহাড় বেদনার রাত
জীবনের সুখ হারায়।