ভ্রান্তির মায়াজাল,
কবি:কারিমা খাঁন দুলারী,
খুলনা জেলা ফুলতলা।
এই পৃথিবীর কত মানুষ,ভ্রান্তির মায়াজাল ভেদ করে।
শয়তানের ধোঁকায় পড়ে,আর আসতে পারে না ফিরে।
তাঁরা সব ছুটছে ভ্রান্তির পথে, দিশাহারা হয়ে।
জীবনের ঘন ঘোর আঁধারে, সফলতা গেছে তলিয়ে।
এ জীবন যেন ডুবুডুবু,পারে না কষ্টে আর বাইতে।
ভ্রান্তির অবসান ঘটেনা, অকালে হয় মরতে।
শুধু মমতা ভরা মোহ মায়ায়,পাড়ে না এ বাঁধন ছিঁড়তে।
জীবন ফুরাবার আগে কি,সে পারবে সঠিক পথে ফিরতে।
সফলতার কথা ভাবার আগেই, ভ্রান্তি করে এসে গ্রাস।
জীবনের রূপ রঙের রঙিন মহে,করে যায় শুধু হতাশ।
চিন্তা ভাবনা বিবেক বুদ্ধি, নেই তাঁর বিকাশ।
জীবনের সাথে সংগ্রাম করে,হয় প্রতিনিয়ত নিথর লাশ।
তাঁর বুকের গহীনে প্রতিধ্বনি হয়, যতো কষ্ট আঘাত।
আশা আকাঙ্ক্ষা বিফলে যায়, তবুও স্বপ্ন কামনা অঘাত।
তাঁর উদাসীন মনে বুকের পাটাতনে, হয় মরীচিকা।
ভাগ্য নাকি এতোই খারাপ, বিধাতার হাতে সব লেখা।
হতাশায় পড়ে জীবনের সব,দিন গুলি করে পার।
তবুও সে আসবে না পথে, জীবন করে ছারখার।
হতাশ হতোদ্যম হঠকারিতা, তার জীবনে ভরা বেশি।
ভেঙ্গে পড়ে হতাশ হয়ে, নিজের দোষে হয়ে দোষী।
অবলিলায় অবহেলিত ইদানীং, কেটে যায় নিঃস্ব জীবন।
গতি পথ একেবারে বন্ধ, বিষন্ন লাগে এখন ভুবন।
জানি জীবনের জাগ্রত জোয়ারে, ফিরবে না আর তুমি।
এই জীবনে কি করো অবিরাম,যানে ঐ অন্তর্যামী।
এ জীবনে নোঙর আর,ফেলবে তুমি ঐ কুলে।
ঐ অদৃশ্য মৃত্যুর খবর আজ, তুমি আছো দেখি ভুলে।