#ভিড়ের_বাইরে
কবি ফিরোজ_আহমেদ_স্বপন
জট পাকানো ভিড়ে এখন আর যেতে ইচ্ছে করে না,
ইচ্ছে করে না শুনতে হিংসে-নিন্দের রসালো কথাগুলো ,
তোমাদের মস্তিষ্ক সচল থাকে একে অপরে আধিপত্য বিস্তারে,
তোমরা মেতে আছো নীরব প্রতিযোগিতায়,
এমন ঘৃন্য কর্মকাণ্ডে আমি ব্যথিত হই,
যদিও এর উর্দ্ধে আমি হয়তো কখনও নই।
সরব সরগোলের বিচিত্র পৃথিবী,
হৈচৈ হট্টগোল সুখে-দুঃখে রং-বেরঙে কাটাই সারাবেলা,
আমি কোন হট্টগোলে যেতে চাই না,
প্রতিশোধ নেবে নাও প্রতিরোধ করবো না ,
আমি প্রতিষেধক নেবো নীরবে,
গুজব গসিপে তোমাদের চিত্ত উৎসুক অবিরত,
আমি হেরে যাই বীরের মতো,
আমি একাকীত্ব পছন্দ করি,
তবুও ভীড় ঠেলে যাই নিবিড় বন্ধুত্ব নিতে,
ইতস্তত নেই তোমাদের সাথে মিশে যেতে,
অভিমান পোষে রাখি না আমি,
তোমাদের ঘেঁষে পোষে রাখি প্রতিভার সিঁড়ি,
হেঁটে যাব একাকী কিংবা তোমাদের সাথে যতই পড়ুক নিন্দের বৃষ্টি ঝিরিঝিরি,
সহজেই পাবে আমায় অতি সহজলভ্য আমি,
আমি দুর্লভ তখন, যখন আমাতে নেই তুমি।।
*****