ভালোবাসো বলেছিলে
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
ভালোবাসো বলেছিলে
ধরে আমার হাতে,
এখন দেখি ঘর করেছ
পর পুরুষের সাথে।
সাথে রইবে আশা দিয়ে
গেলে একা ফেলে,
তুমিই শপথ করেছিলে
ভুলে কেনো গেলে।
পর পুরুষকে সাথী করলে
আমায় রেখে একা,
অন্য লোকের সাথী আজি
তোমার পাইনি দেখা।
তোমার প্রেমে মনটা কাঁদে
হৃদয় রাজ্যে কষ্ট,
তোমার ছলে পড়ে আমার
সোনার জীবন নষ্ট।
তুমি ভাঙলে ওয়াদা আর
আমায় দিলে ফাঁকি,
আশার বাসা ভালোবাসার
স্মৃতির পাতায় থাকি।
আশার প্রদীপ জ্বেলে গেলে
সাথী হলে আজ যার,
শপথ ভাঙার অভিশাপে
ধ্বংস জানি হয় কার।