1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন

ভালোবাসি, কবি:কারিমা খাঁন দুলারী, খুলনা জেলা ফুলতলা।

  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

ভালোবাসি,
কবি:কারিমা খাঁন দুলারী,
খুলনা জেলা ফুলতলা।

ভালোবাসি এ কথাটি
রেখো তুমি স্মরণ,
তোমার বুকে এই আমার
হয় যেনো গো মরণ।

এই ভুবনে আসবো না আর
কি করে হবো আমি তার,
ভালোবাসা থাকবে মনে
স্মৃতি হয়ে শুধু আমার।

কতো যে ছিলে আপন
ভালোবেসে ভরে এ জীবন।
আশা ভরসা নেই আর
কেনো যে ভাঙলে এ মন।

কি করে বাজবো আমি
ভাবোনি তো একবার তুমি।
নিঃস্ব করলে স্বাদের জীবন
যানে ঐ অন্তর্যামী।

বিষন্ন লাগে এই ভুবন
নষ্ট হয়েছে এ জীবন।
তুমি ছাড়া কেউ নেই
আমার প্রিয় আপনজন।

আমি আজো ডাকি তোমায়
মানে তো এ হৃদয়।
কতো স্বপ্ন আশা ছিলো
জীবনটা ছিলো মধুময়।

যদি ডাকি আমি সুরে সুরে
জানি তুমি আসবে না ফিরে।
মনটা নিথর হয়ে গেছে
তোমার ভালোবাসা ঘিরে।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট