ভালোবাসি,
কবি:কারিমা খাঁন দুলারী,
খুলনা জেলা ফুলতলা।
ভালোবাসি এ কথাটি
রেখো তুমি স্মরণ,
তোমার বুকে এই আমার
হয় যেনো গো মরণ।
এই ভুবনে আসবো না আর
কি করে হবো আমি তার,
ভালোবাসা থাকবে মনে
স্মৃতি হয়ে শুধু আমার।
কতো যে ছিলে আপন
ভালোবেসে ভরে এ জীবন।
আশা ভরসা নেই আর
কেনো যে ভাঙলে এ মন।
কি করে বাজবো আমি
ভাবোনি তো একবার তুমি।
নিঃস্ব করলে স্বাদের জীবন
যানে ঐ অন্তর্যামী।
বিষন্ন লাগে এই ভুবন
নষ্ট হয়েছে এ জীবন।
তুমি ছাড়া কেউ নেই
আমার প্রিয় আপনজন।
আমি আজো ডাকি তোমায়
মানে তো এ হৃদয়।
কতো স্বপ্ন আশা ছিলো
জীবনটা ছিলো মধুময়।
যদি ডাকি আমি সুরে সুরে
জানি তুমি আসবে না ফিরে।
মনটা নিথর হয়ে গেছে
তোমার ভালোবাসা ঘিরে।