ভালোবাসা—নির্বাক এক অনুভূতি
সৈয়দ জাহিদ সরোয়ার
গাবতলা,আটরা,ফুলতলা,খুলনা
7/1/21
ভালোবাসা কি শব্দে বাঁধা যায়?
না, তা বাতাসের মতো—
দেখা যায় না, ছোঁয়া যায় না,
শুধু অনুভব করা যায় হৃদয়ের গভীরে।
এ এক নীরব স্রোত,
যে প্রবাহিত হয় দৃষ্টি থেকে দৃষ্টিতে,
কোনো ভাষা ছাড়াই বলে দেয়—
“আমি আছি, আমি ছিলাম, আমি থাকবো।”
ভালোবাসা কি কেবল উপস্থিতির নাম?
না, বরং এক অনুপস্থিতির ব্যথা,
যে দূরত্বেও এক সেতু বেঁধে রাখে,
শুধু অনুভূতির স্পর্শে!
যে ভালোবাসতে জানে,
তার জন্য আশমানে রঙিন চাদর,
তার জন্য প্রতিটি সন্ধ্যায় বৃষ্টি ঝরে,
তার জন্য সময় থমকে দাঁড়ায় এক পলকের তরে।
ভালোবাসা তো কোনো শর্ত চায় না,
না চায় প্রতিদান, না চায় প্রাপ্তির হিসেব,
এ শুধু আত্মার ভাষা—
যে কেবল অনুভবের গভীরতাই বোঝে।