ভারত মাতার সন্তান
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
ভারত মাতার দুইটি সন্তান
হিন্দু মুসলিম ভাই,
মসজিদ মন্দির পাশাপাশি
প্রভু মালিক সাঁই।
হিংসা বিদ্বেষ ধ্বংসের যজ্ঞে
এক কাতারে বাস,
সুখে দুঃখে কাটায় জীবন
চাষির মাঠে চাষ।
সুখী সংসার গড়তে সবাই
লড়াই করছে বেশ,
দোস্ত দুশমন কাঁধ মিলিয়ে
শয়তান হবে শেষ।
বাংলা আমার মায়ের ভূমি
কথায় বলছি খুব,
সাম্য, মৈত্র, প্রীতির বাঁধন
প্রেমের নদে ডুব।
জাত ভেদাভেদ বিধিবিধান
ঐক্যের ডানা মেলে,
ভারত বাসীর সুখটা ভাসে
রৌদ্র ছায়ায় খেলে।