বেশি কিছু আশা করা ভুল
কবি -মহসিন আলম মুহিন
অল্পে তুষ্ট, বেশিতে আরাম হয় নষ্ট-
চাহিদা বাড়ে, তাতে হয় কেবলই কষ্ট।।
চাই চাই, খাই খাই-না করাই ভালো,
তাতে জীবনটা, হয়ে ‘উঠে কালো।।
ধৈর্য সহ্য মানুষের মর্যাদা-সবসময় বেশি,
অধৈর্য্যে খোয়া যায় সম্মান, হারায় হাসি।।
অন্যের বেশি-নিজের ভাগে হোক কম,
এতেই শান্তি, এভাবেই চলুক হরদম।।