বৃষ্টি মুখর দিন,
গীতি কবিতা,
কবি:কারিমা খাঁন দুলারী
খুলনা জেলা ফুলতলা।
এই বৃষ্টি মুখর সন্ধ্যায় –
উতালা করে _হৃদয়।
রিমঝিম বর্ষা ঝরে
কি অপরূপ মধুময়।
হৃদয় মন উজার করে-
ঝরে প্রকৃতি ঘিরে।
আমি হই মাতোয়ারা
শিহারন হয় অন্তরে।
অধির হয়ে ভাবি আমি,,
চেয়ে ঐ নীল নীলিমায়।
এই বৃষ্টি মুখর সন্ধ্যায়
উতলা করে হৃদয়।
রিমঝিম বর্ষা ঝরে
কি অপরূপ মধুময়।
ঐ ছন্দের মূর্ছনায়
হারিয়ে যেতে মন চায় –
মন মন্দিরে ঐ সুর
উদাস করে আমায়।
কি সোভা ছড়ায় মনে –
খুব ভিজতে ইচ্ছে হয়।
এই বৃষ্টি মুখর সন্ধ্যায়
উতলা করে হৃদয়।
রিমঝিম বর্ষা ঝরে
কি অপরূপ মধুময়।