বৃষ্টি বিলাস
কবি-মোহাম্মদ জিয়াউল হক
তারিখ-৩০/০৫/২০২৫
আজ সারাটা দিন,
বৃষ্টি মূখর দিন,
মন চায় বৃষ্টির মত ঝিরঝির করি,
কিয়ৎ দমকা ঝাপটা,
বাতাসের ছিটানো ফোটাগুলি,
গায়ে লাগছে কিছুটা ভিজছে!
ভয় হচ্ছে ভিজে যদি লাগে ঠান্ডা!
বৃষ্টি বিলাসী হতে চায় মনটা!!
বৃষ্টির টুপটাপ শব্দ পাচ্ছি,
জুতোপ্যান্ট শার্ট ছাতা থাকতেও ভিজছি!
রাস্তায় জমেছে কাঁদা,
মনে হয় মেঘ নয় সাদা,
কালো নিকস কালো!
একটু আধটু ভিজলেও লাগছে ভালো!
রাস্তায় গাড়ীগুলি গতি হারায়,
মনে হয় বৃষ্টির মায়ায় হারায়!
প্রচন্ড জ্যাম ঠেলতে ঠেলতে এগিয়ে যায়!
এমনও বরষাময় দিন আসে যায়,
সৌন্দর্য অবলোকিত হয়,
বৃষ্টির কান্না থামেনা মনপ্রাণ ভরে যায়।