বিষয়: ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি।
দৈনিক কবিতা
শিরোনাম: জ্ঞানের সাগর কবি
কলমে: রেবা ডাকুয়া মিস্ত্রী
তারিখ:৩০/০৭/২০২৫
আদর্শ লিপির প্রথম পাতায়
দেখিয়াছি যার ছবি ,
সে তো সাধারণ নয় আমাদের
জ্ঞানের সাগর কবি।
স্বর বর্ণে আর ব্যঞ্জন বর্ণে
অবাধে যাহার চলা ,
সংকীর্ণ ছিল না তাহার হৃদয়
সততা ছিল তার বলা।
দামোদরের বুকে তাহার অস্তিত্ব
আজও যেন ছলকায়,
মায়ের ডাকে গভীর নিশিথে
বাঁধা উপেক্ষীয়া ধায়।
বিধবা বিবাহের প্রচলন করিল
বুঝিয়া একাকীত্বের জ্বালা,
গোড়া পন্ডিতেরা বুঝিতে পারিল
তাদের ফেরার পালা।
সংস্কারের নামে জীবন ব্যর্থ
করিবার অধিকার নাই,
নারীদের উপর অকথ্য শোষণ
করিতো তারা সর্বদাই।
দয়া মায়ার হাত বাড়িয়ে দিল
বুঝিল বিধবার যন্ত্রণা,
লর্ড ক্যানিং আইন প্রণয়ন করে
না শোনে সমাজের মন্ত্রণা।
ভ্রান্তি বিলাস আর শকুন্তলা
জ্ঞানীদের নজর কাড়ে ,
শিখিবার লাগি শিশুরা প্রথম
বর্ণ পরিচয় পড়ে।