মিথ্যে কথার শহরে
কবি 🖊️বানী পাল
মিথ্যে কথার শহরে কত শত লাশ পড়ে রোজ,
প্রমাণ লোপাট করে চলে চাপা সত্যের খোঁজ।
রক্তের স্রোত বয় ইটে গড়া পাকা নালী দিয়ে,
বেওয়ারিশ দেহ একে একে চলে আসে নিয়ে।
বস্তির ভাঙা ঘরে জ্বলে এক টিমটিমে আলো,
শিশুর চিৎকার, কোনো এক জারজ জন্মালো।
ঝড় বদলের রাত কত ভিড় বাড়ে ট্রামে বাসে,
জীবন নীরব তবুও মিটিং মিছিল চলে উল্লাসে।
দেনা পাওনার ক্লাসে আসে বুদ্ধিজীবীর দল,
লাভ ক্ষতির হিসাবে ওরা খুব জানে কৌশল।
ঋণের বোঝা বয়ে ক্লান্ত আজ নিষ্পাপ শরীর,
সময় কোথাও থামে না, সব খেলাই যেন ঘড়ির।
মণি মুক্তোর লোভে ডুবি নদীর অতল গহ্বরে,
সততার মরণ দেখেছি এই মিথ্যে কথার শহরে।
আলিঙ্গন
✍️ বানী পাল
আজকে খুশির ঈদ এসেছে
রমজানেরই শেষে,
নামাজ সেরে সবার নজর
চাঁদ তারাদের দেশে।
একফালি চাঁদ জানালো আজ
এসেছে খুশির ঈদ,
হিংসা বিবাদ সব ভুলে আজ
গাইছি মিলন গীত।
সুরমা আতর পোশাকে আজ
রঙের কত বাহার,
বছর ফেরার আনন্দে আজ
রকমারী আহার।
লাচ্ছা মাওয়া কোরমা সেমাই
সবার ঘরে ঘরে,
একটি মাসের রোজার পালন
থাকবেনা এর পরে।
সারা মাসের অভুক্ত দিন
গিয়েছি আজ ভুলে,
জীবন ভরে আসুক আলো
দিয়েছি দ্বার খুলে।
ঈদের মজায় জলসা সাজায়
আজ এই মনের অঙ্গন,
বিবাদ ভুলে দাও সবাই আজ
প্রেমের সেই আলিঙ্গন।
সমাপ্ত