বিভাগ :কবিতা
লেখক : ড.হিমাংশু কুমার বৈদ্য (কল্লোল)
শিরোনাম :”আত্মাবৃত”
তারিখ :০৬.০৭.২৫
মায়াদেবী মায়া সৃজি এতিন ভুবনে,
স্বর্গ ;মর্ত্য; পাতালের সমগ্র অঙ্কনে।
বীর্য;যশ; শ্রী; জ্ঞানম ঐশ্বর্য ;বৈরাগ্য ;
ছয়গুণে আবরিত তাহার সৌন্দর্য।
শ্রদ্ধা, ভক্তি, নিয়ন্ত্রক দয়াময় যিনি,
ছয়রাগ ;ছত্রিশও আবৃত রাগিনী।
শ্রী; মেঘ ;নটনারায়ণ বসন্ত ;ভৈরব,
রামকেলী ;দেবকিরী মালবী; পঞ্চম।
মালশ্রী; ত্রিবনী; গৌরী কেদারী; পাহাড়ী,
দেশী; ললিতা; হিন্দোলী মালবী ;সারঙ্গী।
পঠমঞ্জুরী; ভূপালী মল্লারী; কল্যাণী,
হরশৃঙ্গার ;কর্ণাটী গুর্জরী ;বরাটী।
বড়হসিকা; অভাবী সৈন্ধবী; লাসিকা,
তোড়ী ;কামোদী; বাঙ্গালী হাম্বীর ;কৌশিকা।
মধুমাধবী ;বিভাষ ভৈরবী ;সৌরবী,
চারুনেত্রা, গুণকেলী গান্ধবী ;সায়েবী।
ক্ষণপ্রভা দৈববিভা নিশীথ রজনী,
স্বর্ণময়ী দ্যুতশিখা পাবক ধরণী।
অশ্রুআঁখি বিধুমুখী গহীন কাননে,
বিরহিণী বীরাঙ্গনা যোগিনী লোচনে।
মহারথী অভিমন্যু যেমনি সমরে,
বাজাইল রণডঙ্কা ক্ষেত্র কুরুক্ষেত্রে।
তেমনি সুরে বাজিল বজ্রপাত বনে,
বিমোহিত হল সব নরনারী গনে।
মায়ার সাগরে মায়া নয় তব একা,
দুঃখ -সুখ সনে লয়ে যুক্ত করে ছায়া।