বিদ্রোহী নজরুল
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
বৃটিশ রাজে পায় খলনায়ক
সব বিদ্রোহীর অগ্রনায়ক
গর্জে ছিলেন বঙ্গে,
সাম্য, মৈত্রের আহবায়ক
মানবতার রাজ বিধায়ক
সাহিত্যের সুর রঙে।
জীবন যুদ্ধে লড়াই দৈনিক
বিশ্ব যুদ্ধের মহান সৈনিক
সৈনিক হস্তে কলম,
বাঙালী আজ মুক্ত স্বাধীন
ক্ষতি বিনাশ কাজে অধীন
নির্যাতনের মলম
সঙ্গীতের সুর কবিতা পাঠ
মগজের বেশ সংগ্রামী ঠাঁট
নজরুল খুলে দুয়ার,
সূর্যের আলোয় ভাসছে সবাই
বিদ্রোহীর স্বর হলো জবাই
বাঙালী হয় গোয়ার।
সমকালীন সিড়ি পথ বেশ
বঞ্চনা আর অধিকার রেশ
নারী পুরুষ সাম্য,
সামাজিক জীব বৈষম্য মুখ
ঐক্যবদ্ধ আওয়াজের শোক
অধিকার হয় কাম্য।