বার্ধক্য
কলমে: পারিজাত রক্ষিত
তারিখ: ১৯-০৫-২০২৫
বার্ধক্য কেড়ে নিয়েছে আমার
নানান রঙের দিন,
মেঠো সুরের আবেগ জড়ানো
সরল বাঁশের বীন।
বার্ধক্য কেড়ে নিয়েছে আমার
আলপথে ছুটে চলা,
সাথীদের সাথে শ্রান্ত দুপুরে
ইশারায় কথা বলা।
বার্ধক্য কেড়ে নিয়েছে আমার
জিভে জল আনা খাদ্য,
জীবন খাতার প্রতি পাতায়
বেদনার উপপাদ্য।
বার্ধক্য কেড়ে নিয়েছে আমার
প্রতিবাদ-এর ভাষা,
স্বজনের কাছে স্নেহ, মমতা
করি না আজিকে আশা।
বার্ধক্য শুধু কেড়ে নিতে জানে
পারে না ফেরাতে মান,
শত চেষ্টায় কাড়তে পারে নি
রবি ঠাকুরের গান।