বাংলার বুকে জন্ম আমার
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
বাংলার বুকে জন্ম আমার
বাংলা আমার ভাষা,
দিনের বেলা সূর্যের আলো
রাতের চাঁদটা খাসা।
বন-বনানী আর গাছপালায়
লতাপাতায় ঘেরা,
দেশ বিদেশের পাখপাখালি
কিচিরমিচির সেরা।
রংবেরঙের শাপলা, শালুক
খালে বিলে ফোটে
সবুজ শ্যামল বরণ দেশের
রুপের শোভা জুটে।
নীল আকাশের কূলে ভাসে
হিমালয়ের ডাকে,
ঋতু ভিত্তিক ঝড়-বৃষ্টি বেশ
কাঁদা মাটি মাখে।
ভোরের বেলা পাখির ডাকে
ঊষার আলো ভাসে,
ঘুম ভাঙিয়া আঁখি মেললে
সূর্যের আলো হাসে।