1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন

বাংলাদেশ মানে হৃদয়ের স্পন্দন  কবি:সৈযদ জাহিদ সরোয়ার গাবতলা,আটরা,ফুলতলা,খুলনা 09/04/2025

  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

বাংলাদেশ মানে হৃদয়ের স্পন্দন
কবি:সৈযদ জাহিদ সরোয়ার
গাবতলা,আটরা,ফুলতলা,খুলনা
09/04/2025

যারা ছিলো না রাজপথে,
তারা ছিলো পোস্টারে, প্ল্যাকার্ডে, পরবাসে—
ঘুমহীন রাতগুলোতে কেঁপেছে তাদের হৃদয়,
কানাডা থেকে লন্ডন, নিউ ইয়র্ক থেকে কুয়ালালামপুর,
প্রতিটি স্কয়ারে তারা প্রশ্ন ছুড়েছে—
“এ কেমন বাংলাদেশ?”
ওরা প্রিয়জনের মুখ দেখে জ্বলেছে,
ফেসবুক লাইভে কাঁদতে কাঁদতে বলেছে—
“আমার ভাইয়ের নাম আবু সাইদ,
আমার ভাই মুগ্ধ—
ওদের রক্তেই আমি বাংলাদেশ চিনেছি।”
ওরা দূরে থেকেও ছিলো পাশে—
বুকে বাংলাদেশের নাম, চোখে প্রতিবাদের অগ্নি।
তারা দেখিয়েছে,
বাংলাদেশ মানে শুধু পদ্মা, মেঘনা ,যমুনা নয়—
বাংলাদেশ মানে হৃদয়ের স্পন্দন,
যে স্পন্দন জালিমের থাবা ভেদ করে চিৎকার করে ওঠে—
“আমি আছি।”
ওরা নেই, তবুও আছে—
প্রতিটি স্লোগানে, প্রতিটি ছবিতে,
ওরা দাঁড়িয়ে আছে, হাত ধরে—
এই লড়াইয়ের নামই তো বাংলাদেশ।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট