বর্ষা বরণ।
কবি রকিবুল ইসলাম।
০৯.০৬.২৫।
ঘিরেছে আজ গ্রীষ্মের জাল,
পৃথিবী আজ বড় তপ্ত।
তীব্র তাপদাহে অতীষ্ঠ জীবন,
খরাতে ধরায় চলছে দহন।
ভূ-ত্বলে আজ বৃষ্টির অকাল,
মানুষ,প্রাণীকূল সব ক্লান্ত।
নাভিশ্বাস আজ জীবন যাপন,
ধরণীতে বহেনা দক্ষিণা পবন।
নদী,নালা,পুকুর,খাল,
সবখানে আজ পানি অল্প।
শ্রান্ত সবে করছে ধ্যান,
কখন হবে বারির বর্ষণ!?
নিষ্পলক পাখি চাতকের দল,
আকাশ পানে তাকাতে মত্ত।
অঙ্গ ভিজিয়ে করবে স্নান,
হবে এবার বর্ষা বরণ।