বরষার সৌজন্যে!
কবি রকিবুল ইসলাম।
তারিখ:০২.০৭.২৫।
মেঘলা দিবসে একলা মননে
থাকে না মানস মম হৃদ-মাঝারে।
সুখের সারথী হয়ে মোর,
আবার এলো তাই বর্ষা ভবে,
রিমঝিম রবে অনেক দিনের পরে।
হিম হলো তপ্ত ভূত্বক,
শান্ত হলো প্রিয়া বিহনে বিয়োগ ব্যথিত আত্মা!
কিন্তু,প্রশান্তি?
সে কি আর মিলল কভু?
মিলল না তার দর্শন আর।
সখ্য হলো তার বৃষ্টির জলধারার সাথে!
মিতালী করে তত্র সাথ পড়ল বেয়ে
অবিরাম ধারায় মোর কপল হতে।
দীর্ঘশ্বাস,বুকফাঁটা আর্তনাদ আর বোবা কান্না যোগ দিল সেই সমরে।
বক্ষ ভেদ করে বেরিয়ে এলো তা অবিরাম বেগে।
বসে আছি বাতায়ন খুলে,
আর দেখছি অঝোর ধারা।
কালের চোরা স্রোতে হারিয়েছি যারে,
সে তো মম আর নেই আপন।
চলে গেছে যে ভবিষ্যৎ সুখের তরে,
বাসা বেঁধেছে আজ অন্য বৃক্ষশাখে।
বাধিনি সাধ,ডাকিনি তারে পিছু আর!
যেতেই যদি হয়,যাক না চলে,
আমি না হয় সবকিছু ভুলে
বাঁচতে শিখে নেব নতুন করে।
তবে,কৃতজ্ঞতা সেই বৃষ্টির সমীপে,
আশিষ ও ধন্যবাদ জানাই সদা তারে।
যদিও ব্যাথার কারণ,তারে করিয়ে দেয় মনে।
সতত সহসা মনে পড়ে!
সদা খুঁজে ফিরি তারে!
মোর বক্ষ গহ্বরে ঠাঁই দিয়েছি যারে।
চিরচেনা সেই”মহারাণী’কে তার সৌজন্যে।