বন্ধু চেনা দায়
কলমে: পারিজাত রক্ষিত
তারিখ: ২৮-০৭-২০২৫
মৃত্যু আমাকে চিনিয়ে দিয়েছে
সবাই তো বন্ধু নয়,
দুখের দিনে পাশে না দাঁড়িয়ে
গাল ভরা কথা কয়।
যাদের বিপদে ছুটেছে সদা
বাধারে সরিয়ে দূরে,
তারাই দেখি বাঁকা হাসি হাসে
তাকায় না পিছু ঘুরে।
বান্ধব চেনা হয়েছে কঠিন
রঙচঙে দুনিয়ায়,
স্বার্থান্ধ সখা নাই বা রইলো
কি এমন এসে যায়।
সুহৃৎ মানে তো মস্ত আকাশ
রামধনু রঙে আঁকা,
হিতৈষী বন্ধু আজকের দিনে
যায় গো হঠাৎ দেখা।
মুখোশের আড়ে মুখ লুকায়ে
পাশে থাকে কত লোক,
প্রার্থনা করি হে’গো দয়াময়
তাদের সুমতি হোক।