ফুল বাগিচার ফুলগুলো সব
✒️আল আমিন-বিদ্রোহী
[ উৎসর্গঃমাইলস্টোনের সব ছোট্ট, ছোট ফুলগুলোকে]
📜বিদ্যাপীঠের ফুল বাগিচার ফুলগুলো
আজ ঝ্বলসে গেছে ভাই!
রঙিন ঘুড়ি ছিঁড়ে গেছে, বাতাসে শুধু ক্ষয়।
খেলাঘরের দোলনারা আজ শূন্য পড়ে রয়,
কত মায়ের বুকের ধন স্বর্গলোকে যায়।
মায়ের মন সইবে ক্যামনে,খোকার লাশ দেখে?
ভেঙে গেছে স্বপ্নগাঁথা,কত বাবার আশা।
আকাশ কাঁদে নিঃশব্দে ভাই, বাতাসে ভাসে ব্যাথা।
ছোট্ট কোলের ফুল গুলো আজ নিথর পরে রয়,
অশ্রু ভিজে চারদিকে তাই শোকের ছায়া বয়।
স্কুলের সব উঠোন ফাঁকা আজ, হাসি নেই আর কোথাও,
নীরবতা আজ মিশে আছে বইয়ের পাতায়,পাতায়।
রক্তের দাগ লেগে আছে, কালি হয়ে খাতায়।
মৃত্যু এসে ছিনিয়ে নিল শিশুর জীবন-পাতায়।
আকাশে ছিল স্বপ্ন শত, তারা হয়ে করত ঝলমল,
হঠাৎ মৃত্যু আসলো নেমে,থমকে গেল সব চল।
কত কবিতা হারিয়ে গেল, থমকে গেল সেই ধ্বনি,
চিরতরে নিভে গেলো ছোট্ট প্রাণের বনী।
মাটি কাঁপে, আকাশ কাঁদে,কাঁদে শত প্রাণ
কান্নার স্রোতে ভাসে আজ প্রতিটি শিশুর গান।
প্রার্থনা শুধু একটাই আজ— ফুল গুলো সব রঙিন হয়ে উঠুক স্বর্গলোকের ফুল বাগিচায়।