ফিলিস্তিনের আর্তনাদ
কবি— টি আর রাব্বানী
রক্তের নদী বয়ে চলে গাজার বুকে,
শিশুর কান্না ভেসে আসে প্রতিটি ধুকে।
আকাশ কাঁদে, জমিন ফেটে চায় বলিতে—
"এই কি মানবতা? কোথায় গেলে তুমি প্রীতি?"
মায়ের কোলে নিথর শিশু, নেই তার প্রাণ,
ধ্বংসস্তূপে চাপা পড়ে গেছে শতো প্রাণ।
বোমার শব্দে থমকে যায় ধ্বনি স্বাধীনতার,
দোয়া ও মোনাজাতে মিশে যায় চোখের ধার।
তাদের দোষ শুধু—তারা বাঁচতে চায়,
নিজ ভূমিতে একটু আশ্রয় খুঁজে পায়।
পাখির মত উড়তে চায় তারা, ভালোবাসতে চায়,
তবু কেন নিরন্তর মৃত্যু বর্ষায়?
পৃথিবী চুপ, বিশ্ব নেতার বিবেক ঘুমায়,
শিশুর রক্তে লেখা ইতিহাস কি মুছে যায়?
ফিলিস্তিন আজ প্রশ্ন ছুঁড়ে দেয় আকাশে—
"আল্লাহ কোথায়? মানুষ কেন খুন হাসে?"
আমরা কবি, কলম আমাদের অস্ত্র এখন,
গোলাবারুদের বদলে ছড়াই ভালোবাসার বর্ণ।
একদিন আসবে সুবেহ সাদিকের আলো,
ফিলিস্তিন হাসবে, ধুয়ে যাবে সব ব্যথার কালো।