বিনোদিনী
""""""""""""""
বসে আছে কুঞ্জবনে কদম ছায়ায়
উচাটন হয়ে যেন ভেঙ্গে দুই কুল
গলায় কদম্ব মালা কানে দোলে দুল
বাঁশরী বাজায় কালা মোহিনী মায়ায়।
রূপের বৈভবে নাচে চোখের তারায়
ছোট ছোট থোকা থোকা রূপ তুলতুল
গন্ধে বর্ণে সেরা হল কদমের ফুল
হলুদ শুভ্র সৌন্দর্যে সুগন্ধে হারায়।
বর্ষাপ্রিয়া গোপিনীরা বৃষ্টিস্নাত আজ
আনন্দেতে দিশেহারা ছাড়ি সব লাজ।
বর্ষণ মুখর রাতে নিদ নাহি আসে
বিনোদিনী একাকীনি চুপ কেন রয়,
জোছনার প্লাবনেতে দুকূল যে ভাসে
বিয়োগ বিচ্ছেদ জ্বালা কেমনে তে সয়।
"""""""""""""""""""""