ফরাসী রীতিতে সনেট
শিরোনাম–সর্বধর্ম সমন্বয়ে
কবি–চিত্রা বন্দ্যোপাধ্যায়
তারিখ–২৮/৫/২৫।
মহান ভারতবর্ষ আমাদের দেশ
হিন্দু আর মুসলিম একসাথে বাস
একই আকাশ তলে নেই মুক্ত শ্বাস
সুখ-দুখে মিলেমিশে আছি ভালো বেশ।
সৌর্য বীর্যে বীর সেনা নাশ করে দ্বেষ
সর্বধর্ম সমন্বয়ে থাকে বারো মাস
সত্যের পথে হাঁটবে মনে নিয়ে আশ
অগ্নিপথ রণক্ষেত্রে শত্রু করে শেষ।
মাতৃভূমি স্বার্থরক্ষা সেনাদের ব্রত
জলে-স্থলে সর্বত্রই প্রহরায় রত।
সীমান্তে দন্ডায়মান বেয়নেট ধরে
নিদারুণ দাবদাহে সহ্য নাহি হয়,
বন্দেমাতরম্ মন্ত্র উচ্চারণ করে
সার্বভৌমত্ব রক্ষার্থে ছিনে আনে জয়।