প্রাণের গাঁ।
রকিবুল ইসলাম।
২৭.০৬.২৫।
আয়রে সবে! চল ফিরে যাই!
সুজলা,সুফলা,সবুজ প্রাণের গাঁয়।
শস্য শ্যামলা মোর গাঁয়ে ভাই,
দেখবি!পুলকের কোন অন্ত নাই।
গোধূলি বিকেলে, দিবার অন্তিম লগনে!
হাঁটব হরষে মোরা গাঙের চরে।
ফিরব!রাঙা আবিরে স্নাত হয়ে,
ভাববে!ডুবেছি যেন রুপ সরোবরে।
খোলা ধরণীর মুক্ত অবাধ্য পবনে
শ্বাস নিব ভাই বক্ষ ভরে।
গগন এখানে গাঢ় নীল ভাই,
মেঘের দল ভয়ে পালিয়ে যায়।
কুহু স্বরে যখন কোকিল গায়!
ফুলের সুবাস ভাসে দক্ষিণা বায়।