প্রস্থান।
রকিবুল ইসলাম।
১২.০৫.২৫।
বাদল যখন এলে!
প্রিয়া না আসে।
প্রেয়সী মোর অনুরাগে
আসে অভিমান নিয়ে।
প্রস্থানে যায় কাঁদিয়ে,
বেদনা উপহার দিয়ে।
দু’নয়ন মোর কাঁন্দে
বরষার মত অঝোরে।
বৃষ্টি ঠাঁই খোঁজে
খালে-বিলে,সাগরে।
ঠাঁই নাই যে!
কোথাও মোর আহারে।
তুমিতো সাগরে মিশে,
আছো বেশ ভবে।
দিন মোর কাঁটে,
মিথ্যে স্বপ্ন দেখে।
প্রস্থান মোর এভাবে
হবে ধরাধাম হতে।