প্রধান শিক্ষালয়
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
পরিবার হয় শিক্ষার শুরু
পিতা মাতাই প্রধান গুরু
মানুষ রূপে গড়েন,
বিদ্যালয় হয় আপন জরু
এই জীবনের কল্পতরু
হাত বাড়িয়ে ধরেন।
পারিবারিক সঠিক শিক্ষায়
গঠন হলে জীবন দীক্ষায়
পদার্পণ হয় ভালো,
সৎ আদর্শের সঠিক মানুষ
জগৎ মাঝে দেখায় ফানুস
জীবন জুড়ে আলো।
প্রাথমিক জ্ঞান হলে অর্জন
নষ্টালজিক নীতির বর্জন
পারিবারিক শিক্ষা,
গর্বের বিষয় সম্প্রীতির লাভ
জীবনের পথ দেখিয়ে খাব
যথার্থ হোক দীক্ষা।
পারিপার্শ্বিক অবস্থার খাত
মানবতার হয় আলোকপাত
ভবিষ্যতের জন্য,
সৎ চরিত্রের সঙ্গীর সন্ধান
পরিবার তার নির্ভর প্রধান
সুনাগরিক গণ্য।