প্রতিশোধ
কবি : মহামায়া রুদ্র
তারিখ : ২০-০৫-২০২৫
প্রখর তাপে বিপন্ন আজি
জীব,জীবনের প্রাণ,
সবুজ পাতা হয়েছে ফিকে
গাহে না পাখিরা গান ।
শুকনো পাতার কান্না শুনি
গরম দুপুর বেলা,
ব্যাঙ, মাছেরা দিঘির জলে
আর করে না’তো খেলা।
ক্ষিপ্রবেগে দাবানল ছোটে
বিনা মেঘে বজ্রাঘাত,
বিহঙ্গ-রা নীড় খুঁজে ফেরে
জনশূন্য পথ ঘাট।
প্রকৃতি আজি উঠেছে ক্ষেপে
নিতে যত প্রতিশোধ,
ঘূর্ণিঝড়ের দাপট তাই
মানে না’তো প্রতিরোধ।
সুখের আসে ভাঙছো বাড়ি
ধ্বংস করছো বন,
ফুটপাতে শুয়ে থাকা জনে
ভাবো নি আপন জন।
মানুষ আবার শান্তি পাবে
আসলে সবুজ ফিরে,
বন্য প্রাণী সব মনে সুখে
রইবে তোমায় ঘিরে।
মানুষ নেবে স্বস্তির শ্বাস
আকাশের পানে চেয়ে,
নব প্রজন্মের আনন্দাশ্রু
নামবে দু’ চোখ বেয়ে।